দৌলতপুর নিখোঁজের ৪৫ দিন পার হলেও খোজঁ মিলেনি কলেজ ছাত্রীর
প্রকাশিত : ১১:৫২ PM, ২ অক্টোবর ২০১৯ বুধবার ১৮৮ বার পঠিত
কুষ্টিয়া দৌলতপুর নিখোঁজের ৪৫ দিন পার হলেও খোজঁ মিলেনি কলেজ ছাত্রীর।এ বিষয়ে কলেজ ছাত্রীর পিতা সাদীপুর গ্রামের ইয়াকুব আলী জানান, আমার মেয়ে দৌলতপুর গালর্স কলেজের, বি এ প্রথম / ১ ম বর্ষের ছাত্রী । ইং ১৫/০৮/১৯ তারিখ রাতে বাড়ীর কাউকে না জানিয়ে কোথায় চলে যায়। যাওয়ার সময় তাহার পরনে হলুদ রংয়ের সালোয়ার কামিজ পরা ছিল। গায়ের রং ফর্সা লম্বা অনুমানিক ৫ ফুট মত। নিখোঁজ হওয়ার ৪৫ দিন পার হলেও আমরা খোজাঁ খুজিঁ করে তার কোন খোজঁ পাই নাই। আমি এক জন দিন মুজুর মানুষ নিজে খেয়ে না খেয়ে মেয়েটাকে লিখা পড়া করাচ্ছি কিন্তু হঠাৎ আমার শেষ সম্বল মেয়েটা কে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। কোন ভাবে যদি জানতে পারতাম আমার মেয়েটা বেচে আছে ভাল আছে সেটাই বড় পাওয়া হত। কিন্তু ৪৫ দিন পার হলেও কোন খোজঁ পাইনি। এ ব্যপারে দৌলতপুর থানায় একটি জি ডি করার পরে পুলিশ প্রশাসন চেষ্টা করছে এবং পুলিশ সকল সময় আমাদের সাথে যোগাযোগ করছে । কিন্তু কোন খোজঁ না পাওয়ার কারনে আমরা দিন দিন হতাশ হয়ে পড়ছি। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, পু্লিশ জি ডি নেওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হয়ে । এবং কলেজ ছাত্রীর পরিবারের সাথে সকল সময় যোগাযোগ করছি। এবং তাকে উদ্ধারের সর্বউচ্চ চেষ্টা চালাচ্ছে থানা পুলিশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।