তুহিনের শতকে বাংলাদেশ মহিলা টিমের সাথে চট্রগ্রাম জেলা যুব অনুর্ধ-১৮ টিমের বিশাল জয়
প্রকাশিত : ০৭:২৮ AM, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার ১১৫ বার পঠিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতৃক আয়োজিত চট্রগ্রামে বাংলাদেশ মহিলা জাতীয় টিমের সাথে তিন ম্যাচের সিরিজে ২য় ম্যাচে চট্রগ্রাম জেলা যুব অনুর্ধ-১৮ এর বিশাল জয়। গত ২৯শে সেপ্টেম্বর চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের ২য় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ মহিলা জাতীয় টিমের অধিনায়ক শাইলা শারমিন। প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ মহিলা টিমের মোট সংগ্রহ ১৪৩ রান। মহিলা টিমের হয়ে সর্বোচ্চ ৬০(১০৮) রান করেন ফারজানা, সুবহানা মুস্তারি ২৫ এবং মুর্শিদা খাতুন ১৭ রান করে।
অপরদিকে চট্রগ্রাম অনুর্ধ-১৮ টিমের হয়ে সাফায়েত ৩, সাদমান ২, সাজিদ ২ এবং তুহিন একটা করে উইকেট নেয়। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাএ ৩ উইকেট হারিয়ে ২৫ ওভার হাতে রেখেই সহজ জয় তুলে নেয় চট্রগ্রাম জেলা যুব অনুর্ধ-১৮ টিম। চট্রগ্রাম অনুর্ধ-১৮ টিমের হয়ে তুহিন ১০৯(৯৫) রান করে এবং আতিক ৩০ রানে অপরাজিত থাকে। অপরদিকে রিতুমনি,খাদিজা এবং ফাহিমা ১ টা করে উইকেট নেয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।