তিস্তায় নৌকাডুবিতে নিখোঁজ ১০
প্রকাশিত : ০৩:১৫ PM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১০৯ বার পঠিত
কুড়িগ্রামে তিস্তা নদীতে খেয়া নৌকা ডুবে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন।
রোববার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এই নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান বলে জানিয়েছে পুলিশ।
তবে দুপুর আড়াইটা পর্যন্ত ডুবে যাওয়া নৌকা কিংবা নিখোঁজদের উদ্ধারের কোন খবর মেলেনি।
রাজারহাট থানার ওসি কৃষ্ণ চন্দ্র সরকার জানান, বুড়িরহাট স্পারের কাছে খেয়াঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। ১৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
দুর্ঘটনার শিকার নৌকার মাঝি আকবর আলী বলেন, টি-বাঁধের মাথায় ধাক্কা লেগে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরপর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এরপর আর কিছু মনে নেই।
ঘটনাস্থল পরিদর্শন করে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান জানান, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস টিম নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।