তিতাসে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে মজিদপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
প্রকাশিত : 01:09 PM, 24 May 2022 Tuesday 72 বার পঠিত
মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনুর্ধব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট মজিদপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বলরামপুর ইউনিয়ন একাদশকে ৫-২গোলে হারিয়ে মজিদপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলামসহ অনেকেই।
জানা গেছে, নকআউট পদ্ধতিতে উপজেলার ৯টি ইউনিয়ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।