তাহিরপুর হাওর পারে হতদরিদ্রদের বিকল্প কর্মের লক্ষ্যে প্রশিক্ষণ শেষে অর্থ অনুদান
Warning: Illegal string offset 'text' in /home/alikatog/public_html/wp-content/themes/smrlit/functions/reporters.php on line 774
প্রকাশিত : 02:24 AM, 27 September 2019 Friday 225 বার পঠিত
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় হাওর পারে খ্রীষ্টিয়ান এইড এর সহযোগিতায় এবং সিএন,আর,এস প্রকৃতি প্রকল্প তাহিরপুর এর উদ্যোগে। টাংগুয়ার হাওর ইন্দ্রপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ১০জন হস্তশিল্পের প্রশিক্ষনপ্রাপ্ত হতদরিদ্র পরিবারের সদস্যদের বিকল্পকর্ম করে নিজেকে সাবলম্বী করার লক্ষ্যে আজ (২৬,সেপ্টেম্বর) বৃহস্পতিবার (সিএন,আর,এস)প্রকৃতি প্রকল্প তাহিরপুর এর ফিল্ড ম্যানেজার স্বপন কুমার চন্দ্র প্রতিজন কে ৫,হাজার করে মোট ৫০,হাজার নগদ অর্থ প্রদান করেন।
সে সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আব্দুল আলীম,সিএন,আর,এস প্রকৃতি প্রকল্পের উন্নয়ন কর্মী শাহীনুর রহমান, সি,এন,আর,এস প্রকল্প উন্নয়ন কর্মী সাইফুল ইসলাম, সাংবাদিক আহম্মদ কবির, টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্মানিত সদস্য ও ইক্যু ট্যুরিস্ট গাইড আকিল তালুকদার প্রমুখ।
সে সময় সি,এন,আর,এস প্রকৃতি প্রকল্পের তাহিরপুর ফিল্ড ম্যানেজার স্বপন কুমার চন্দ্র বলেন টাংগুয়ার হাওর পারের ইন্দ্রপুর গ্রাম সংগঠনের হতদরিদ্র পরিবারের ১০জন সদস্য কে বিকল্প কর্ম করে তাদের সাবলম্বী করার লক্ষ্যে আমরা হস্তশিল্প প্রশিক্ষণ দিয়েছি এবং প্রশিক্ষণ শেষে তাদের শিক্ষনীয় বিষয় কে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় আসবাপত্র ক্রয়ের জন্য প্রতি ১০জনকে নগদ ৫ হাজার টাকা করে অর্থ অনুদান দিয়েছি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।