তাহিরপুর সীমান্তে ভারতীয় গাজা ও কয়লা আটক
প্রকাশিত : ০৫:২২ PM, ৭ অক্টোবর ২০১৯ সোমবার ২২৭ বার পঠিত
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সীমান্তে সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির টহল দল সীমান্তের একাধিক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও কয়লা আটক করে।
বিজিবির তথ্যসুত্রে জানাযায় গত ০৬ অক্টোবর রবিবার ০৯:০০ ঘটিকার সময় চারাগাও বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কৌশলগত ভাবে সীমান্ত পিলার ১১৯৪/৩-এস এর নিকট হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত এলাকা জংগলবাড়ী নামক স্থান থেকে ০১ কেজি ভারতীয় গাঁজা আটক করে, যার মূল্য ৩,৫০০/- টাকা। সে বিজিবির অভিযানের সংবাদ পেয়ে ১জন পালিয়ে যায় । এ ব্যাপারে পলাতক আসামীর বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।একই দিনে টেকেরঘাট বিওপির একটি টহল দল ১০,০০ ঘটিকায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত এলাকার বড়ছড়া নামক স্থানের সীমান্ত পিলার ১১৯৮/৬-এস এর নিকট থেকে ১২২৫ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৫,৯২৫/- টাকা।
এ ব্যাপারে সুনামগন্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে বলেন । আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আলোকিত সকাল/ফাহাদ
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।