তাহিরপুর সীমান্তে কোলবালিশ হতে ১০কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
প্রকাশিত : ০৫:০১ AM, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার ৩০৬ বার পঠিত
তাহিরপুর প্রতিনিধি তাহিরপুর সীমান্ত এলাকা থেকে বিশেষ কায়দায় কোলবালিশে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৩৫ হাজার টাকা।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ গণমাধ্যম কে জানায়, তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্ব । আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির একটি চৌকস টিম সীমান্তগ্রাম লালঘাট পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে দুলালের বসতঘর ও তার হাঁস মুরড়ি পালনের খোয়ার থেকে কোলবালিশ হতে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
জানাযায় বিজিবির অভিযান চলছে এমন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসায়ী দুলাল ও তার সহযোগীরা শিশুদের কোল বালিশের ভেতরে গাঁজাগুলো ভরে লুকিয়ে রাখে পালিয়ে যায় ।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কে জানান, এর সঙ্গে জড়িত থাকা ৩ জন কে পলাতক আসামি দেখিয়ে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।