তারাব পৌর নির্বাচন শান্তিপূর্ণ করার আহ্বান
প্রকাশিত : ০৮:৫২ AM, ১৩ জানুয়ারী ২০২১ বুধবার ১৯ বার পঠিত
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় সরকারি মুড়াপাড়া কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
মতবিনিমকালে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম সংশ্লিষ্ট সকলকে অবাধ, নিরপেক্ষ, ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যথাযথ দায়িত্ব পালন করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান।
আরও উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক ও বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতিসহ অনেকে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।