তানজিন তিশার ফ্ল্যাটমেট জোভান
প্রকাশিত : ০২:৩৭ PM, ১৮ ফেব্রুয়ারী ২০২১ বৃহস্পতিবার ৫৫ বার পঠিত
তানজিন তিশা ও জোভান এক ফ্ল্যাটে শেয়ার করে থাকেন। দু’জনের মধ্যে সারাক্ষণ খুনসুটি লেগে থাকে। কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি না। একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টায় থাকে। জোভান বলে তার মেয়ে বন্ধু তার সঙ্গে থাকবে। তিশা বলে সেও তার ছেলে বন্ধুকে নিয়ে আসবে। এ নিয়ে রীতিমত ঝগড়া চলে দু’জনের।
জোভানকে দেখানোর জন্য এক কাজিনকে বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়েও আসে। তার সঙ্গে প্রেমের অভিনয় করে। কিছুদিনের মধ্যে তারা বিয়ে করবে বলেও জানায়। এসব দেখে হিংসায় জ্বলে জোভান। শোধ নেয়ার জন্য জোভানও একজনকে গার্লফ্রেন্ড সাজিয়ে নিয়ে আসে।
এক পর্যায়ে তারা ফ্ল্যাট ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। চলে যাওয়ার সময় দু’জনেই অনুভব করে আসলে তারা একজন আরেকজনকে ভালোবাসে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফ্ল্যাটমেট ২’।
নাটকটি পরিচালনা করেছেন নাভিল আহমেদ অভি। আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।