ড্রয়ে শেষ ইউনাইটেড-আর্সেনাল লড়াই
প্রকাশিত : ০৭:১৯ AM, ২ অক্টোবর ২০১৯ বুধবার ২৩৪ বার পঠিত
প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ইউনাইটেডকে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় দুই দল। প্রথমার্ধের শেষ মিনিটে ম্যাকটমিনের গোল লিড পায় ইউনাইটেড। পাল্টা আক্রমণে এটাকে র্যাশফোর্ডের পাসে ডান পায়ের শটে ইউনাইটেডকে এগিয়ে নেন ম্যাকটমিনে।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে আউবামেয়াংয়ের গোলে সমতায় ফেরে আর্সেনাল। সতীর্থের ডি-বক্সে বাড়ানো বল ধরে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান ফরাসি এই স্ট্রাইকার। অফসাইডের পতাকা উঁচিয়ে ধরেন লাইনম্যান। তবে ভিএআরের সাহায্যে রেফারি গোলের বাঁশি বাজালে উল্লাসে ফেটে পড়ে অতিথিরা।
এই ড্রয়ের ফলে আবারও চতুর্থ স্থানে উঠে এসেছে আর্সেনাল। সাত ম্যাচে দলটির পয়েন্ট সাত ম্যাচে ১২। সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দশমস্থানে আছে ইউনাইটেড।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।