ডেঙ্গুতে চট্টগ্রামে তরুণীর মৃত্যু
প্রকাশিত : ১০:৫৮ AM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১১২ বার পঠিত
চট্টগ্রাম নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সুমি বৈদ্য (১৯) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিনগত রাতে তার মৃত্যু হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক চিকিৎসক নুরুল হায়দার।
সুমি বৈদ্য খুলশী থানার ফয়’স লেক এলাকার বৈশাখী ভবনের সুনীল বৈদ্যের মেয়ে। তিনি ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন।
চিকিৎসক নুরুল হায়দার জানান, সুমিকে গত ৩০ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত অবস্থায় বেসরকারি ইউএসটিসি হাসপাতালে ভর্তি করে তার পরিবার। শুক্রবার (০৪ অক্টোবর) তার অবস্থার অবনতি হলে প্রথমে বেসরকারি মেডিকেল সেন্টারে ও পরে ন্যাশনাল হাসপাতালে নেয়া হয়। শনিবার (০৫ অক্টোবর) রাতে ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।