ডিসেম্বরে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ
প্রকাশিত : ০৩:০৬ PM, ৮ জানুয়ারী ২০২১ শুক্রবার ৩১ বার পঠিত
করোনার প্রভাবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ স্থগিত করে আইসিসি। স্থগিত হওয়া আসরটি বাংলাদেশের মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে। এর আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ।
প্রথম অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপকে সামনে রেখে স্বাগতিক হিসেবে ২৫ জন তরুণী ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ প্রস্তুতি শুরু করে গত বছর জানুয়ারিতে। যদিও মহামারির কারণে সেই প্রস্তুতিও মাঝপথে থেমে যায়। নতুন করে দল গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির উইমেন উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমরা আয়োজক হতে যাচ্ছি, যেটা হওয়ার কথা ছিলো গত বছর কিন্তু করোনা মহামারীর কারণে হয়নি। এই বছরের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
১৬ দলের এই টুর্নামেন্টে ভালো করতে চেষ্টায় কোনো ঘাটতি রাখছে না বিসিবি। নাদেল বলেন, মেয়েদের ক্রিকেটে বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনে কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো বিবেচনা করেই মেয়েদের বয়সভিত্তিক ক্রিকেটের কিছু পরিকল্পনা হাতে নিয়েছি এবং প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করছি।
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, গেম ডেভেলপমেন্ট পর্যায়ের কোচদের সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে নারী ক্রিকেটার বের করে আনার এই প্রয়াসে। তিনি বলেন, আমরা পর্যায়ক্রমে গেম ভেভলপমেন্টের সহযোগিতা নিরো। পুরো প্রক্রিয়াতেই গেম ডেভলপমেন্ট আমাদের সহযোগিতা করছে। গেম ডেভলপমেন্টের কোচিং স্টাফ যারা আছেন তারা নারী উইংকে এই কারিগরী সহায়তা দিচ্ছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।