ডিআইজির আব্দুল বাতেনের তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ
প্রকাশিত : 09:08 AM, 23 June 2022 Thursday 16 বার পঠিত
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের তত্ত্বাবধানে আনোয়ারপুর সকারি প্রথমিক বিদ্যালয়,লায়েছ ভূইঁয়া উচ্চবিদ্যালয় ও কলেজ, রূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চামরদানি হাই স্কুল মাঠে ও চৌরাস্তায় আশ্রয় নেয়া ও বন্যার্ত মানুষের মধ্যে ১ হাজার বস্তা ত্রান বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শচীন ভৌমিক, রাকিবুল হাসান, একেএম শহীদুল ইসলাম, লায়ন্স ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক,বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নুর নবী তালুকদার,মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহিদুল হক,সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।