ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
প্রকাশিত : ০২:০৪ PM, ১০ জানুয়ারী ২০২১ রবিবার ৪৯ বার পঠিত
রাজধানী থেকে আন্তঃজেলা ছিনতাই ও ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (৯ জানুয়ারি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা গাড়ি, খেলনা পিস্তল, মোবাইল ও তালা জব্দ করা হয়েছে।
রোববার সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, মিরপুর থানার গাড়ি চুরির একটি মামলার সূত্র ধরে এদেরকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে এ চক্রটি ডাকাতি করতেন।
হাফিজ আক্তার আরো জানান, প্রথমে একটি গাড়ি ছিনতাই করে চক্রটি। সেই গাড়ি দিয়ে তারা বিভিন্ন দোকান ও বাসাবাড়িতে ডাকাতি করতেন। পরে ব্যবহার করা সেই গাড়ি ফেলে দিতেন চক্রটি।
দলের আরো কয়েকজন সদস্যকে ধরতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
চুরি ও ছিনতাই রোধে গাড়িতে ট্র্যাকার লাগাতে মালিকদের প্রতি আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।