ট্রাকচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের
প্রকাশিত : ০২:২৩ PM, ১৫ জানুয়ারী ২০২১ শুক্রবার ১২৯ বার পঠিত
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন বাবা ও ছেলে হতে পারে বলে ধারণা করা করছে পুলিশ।
শুক্রবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোটরসাইকেল আরোহীরা সাতক্ষীরা থেকে খুলনা যাবার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্টে পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
এ সময় ট্রাকের চাপায় মরদেহের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাদের চেনা যাচ্ছে না। তাদের সঙ্গে খেজুরের রসভর্তি বোতল ছিলো।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। সিকদার পেট্রলপাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন বাবা ও ছেলে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।