টটেনহ্যামকে উড়িয়ে দিলো ব্রাইটন
প্রকাশিত : ০৭:৫১ AM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১২৪ বার পঠিত
ইপিএলের ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাইটন। শক্তিশালী টটেনহ্যাম হটস্পারকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
নিজেদের সর্বশেষ ম্যাচেই বায়ার্ন মিউনিখের কাছে ২-৭ গোলের বড় ব্যবধানের হারের স্মৃতি নিয়েই ব্রাইটনের মাঠে আতিথ্য নেয় পচেত্তিনোর শিষ্যরা। আলিয়ানজ এরেনার ভুত যেন আবারও পেয়ে বসে টটেনহ্যামকে।
ম্যাচের শুরুতেই মাউপাইয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিক ব্রাইটন এন্ড হোভ আলবিওন। এরপর ম্যাচের ৩২ এবং ৬৫তম মিনিটে নিজের জোড়া গোলের সাথে দলের বড় জয় নিশ্চিত করেন কোনোলি।
বাকি সময়ে আর কোন গোলের দেখা না মিললে ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে টটেনহ্যাম।
৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ইংলিশ লীগের পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে আছে টটেনহ্যাম। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বাদশ স্থানে অবস্থান করছে ব্রাইটন। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল!
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।