টক-শো, নিউজ বুলেটিন প্রচার করতে পারবে না দৈনিক পত্রিকা: তথ্যমন্ত্রী
প্রকাশিত : 05:26 PM, 8 June 2022 Wednesday 77 বার পঠিত
দৈনিক পত্রিকা টক-শো, নিউজ বুলেটিন প্রচার করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বৈঠকে এ কথা জানান তিনি। বলেন, ভিডিও স্ক্রিনিং করা পত্রিকাগুলোর নিয়মের বাইরে। তাই সংবাদপত্রগুলো নিউজরুম খুলে কিছু প্রচার করলে তা নিয়মের বাইরে যাবে।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, অ্যাটকোর বাইরের টিভি চ্যানেলগুলো টিআরপির আওতায় আনা হবে। শুধু টিভি নয়, রেডিওগুলোও টিআরপির আওতায় আসবে। ক্লিন ফিড পরিচালনায় অনিয়মকারীদের ওপর নজরদারি চলমান। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়াও আইপি টিভির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবেও জানান তথ্যমন্ত্রী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।