ঝালকাঠিতে আইসিটি কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৭:০১ PM, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার ১৯৮ বার পঠিত
ঝালকাঠিতে ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সভা কক্ষে আইসিটি কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জোহর আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি), বিশেষ অতিথি ছিলেন বিকর্ন কুমার ঘোস, প্রকল্প পরিচালক, ইনফো-সরকার ৩য় পর্যায়ের প্রকল্প।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জেলার সকল উপজেলার চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, ইউডিসি’র উদ্যোক্তাগণ এবং আওয়ামীলীগ ও সহযোগি সংসঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।