জকিগঞ্জে জমকালো আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত
প্রকাশিত : ১০:৩৫ AM, ৩ নভেম্বর ২০১৯ রবিবার ১৪০ বার পঠিত
জকিগঞ্জে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি
’বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে জকিগঞ্জে নানা আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে রং বে রংয়ের ফেস্টুন আর ব্যানার নিয়ে র্যালি বের করা হয়। বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। রাইজিংসান সমিতির সভাপতি আব্দুল ফাত্তাহ ও সংগঠক শাহজাহান মো. সেলিমের পরিচালনায় শুরুতে ক্বোরআর তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হালিম, গীতা পাঠ করেন বিশ্বজিত চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. রোহেল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।তিনি বলেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র, মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, ওসি (তদন্ত) সুশংকর পাল, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, এম এ জি বাবর।
বক্তব্য রাখেন সোনারবাংলা সমিতির সভাপতি জাফরুল ইসলাম, কেছরী বিল পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি মোছলেহ উদ্দিন সুহেল, সততা মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শ্ওকত আলী, ইলেক্ট্রিক শ্রমজীবী সমিতির সভাপতি জাকির হোসাইন, শাপলা সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিক ও গ্রীণ ভ্যালি শ্রমজীবী সমিতির নির্বাহী সদস্য আব্দুর রব প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে শুভেচ্ছা ক্রেস্ট ও সমবায়ীদের মাঝে ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করা হয়।
এবারে প্রথম অনুষ্ঠানে সমিতির প্রশিক্ষিত নারী কর্মীদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী স্টলে শোভা পায়। প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করে সুন্দর শোভিত এসব সামগ্রী দেখে উপজেলা সমবায় অফিসার সহ সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।
আলোকিত সকাল/ আবির
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।