চৌহালীতে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৭:১২ PM, ২ নভেম্বর ২০১৯ শনিবার ৩৪৬ বার পঠিত
মোঃ ইমরুল হাসান শিকদার, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সারা দেশব্যাপী জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের সময়মতোই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় করতে দেখা গেছে। অনেক পরীক্ষার্থীকেই কেন্দ্রে পৌঁছে দিতে দেখা যায় অভিভাবকদের।
আজ শনিবার সকাল ১০টায় জেএসসির প্রথম দিনে বাংলা এবং জেডিসির প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা শুরু হয়। জেএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ নভেম্বর। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা দুই লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি। চলতি বছর মোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৯৮২টি। মোট ২৯ হাজার ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
এ বছর চৌহালীতে মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী সংখ্যা ৬৪৮ অনপস্থিত ১৯ জন, চৌহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী সংখ্যা ৬১৩ জন, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী সংখ্যা ৯১৪ অনপস্থিত ১৯ জন, এনায়েতপুর মেহের-উননেছা উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী সংখ্যা ১২৪২ অনপস্থিত ১২ জন, চৌহালী খাষকাউলিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ১ ছাত্র/ছাত্রী সংখ্যা ৫৪৮ অনুপস্থিত ১০৫জন, এনায়েত পুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ২ ছাত্র/ছাত্রী সংখ্যা ২৭৫ অনপস্থিত ১৭ জন।
উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ বলেন চৌহালীতে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।