চুল নিয়ে কটাক্ষ, ধারাভাষ্যকারদের একহাত নিলেন ডেল স্টেইন
প্রকাশিত : ০৪:০৭ AM, ১ মার্চ ২০২১ সোমবার ৬০ বার পঠিত
তার চুলের ধরণ নিয়ে কটাক্ষ করেছিলেন ধারাভাষ্যকাররা। নেটমাধ্যমে তাদের একহাত নিলেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার সাফ জানিয়েছেন, কোনো ক্রিকেটারের জীবনযাত্রা নিয়ে মন্তব্য করার অধিকার কারোর নেই।
পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন স্টেইন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসেছিলেন। লম্বা খোলা চুল দেখে সে সময় ধারাভাষ্যকার সাইমন ডুল মন্তব্য করেন, ‘চুল দেখে মনে হচ্ছে ওর জীবনের মাঝ বয়েসে এসে সঙ্কট তৈরি হয়েছে’।
সহকারি ধারাভাষ্যকার যোগ করেন, ‘মনে হচ্ছে লকডাউনের চুল’।
প্রথমে টুইটারে সেই ভিডিওর উত্তর দিয়ে স্টেইন লেখেন, কোনো ধারাভাষ্যকারের মনে হচ্ছে আমার জীবনে মাঝ বয়েসে এসে সঙ্কট হয়েছে।
এরপর অন্য একটি টুইটে তার সংযোজন, যদি আপনাদের কাজ ক্রিকেটের ব্যাপারে কথা বলা হয়, তাহলে সেটাই করুন। যদি নিজের সময় ব্যবহার করে কারোর ওজন, যৌন পছন্দ, ধর্মীয় পছন্দ, জীবনযাত্রা বা চুলের স্টাইল নিয়ে মন্তব্য করেন, তাহলে বলে রাখছি, আপনাদের পাত্তা দেওয়ার মতো সময় আমার নেই।
আর একটি টুইটে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। ওই ম্যাচে স্টেইন দু’টি উইকেট নিলেও তার দল হেরে যায়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।