‘চাঁদে বেড়ানোর পাসপোর্ট’ নিয়ে আসছে তুলতুল
প্রকাশিত : ১১:৩৪ PM, ১২ জানুয়ারী ২০২১ মঙ্গলবার ৬১ বার পঠিত
তানজিদ শুভ্র : জনপ্রিয় গল্পকার শাম্মী তুলতুলের শিশু-কিশোরদের জন্য নতুন বই ‘চাঁদে বেড়ানোর পাসপোর্ট’ আসছে এবারের বইমেলায়। লুৎফি রুনার প্রচ্ছদে বইটি প্রকাশ করছে অনিন্দ্য প্রকাশ।
‘চাঁদে বেড়ানোর পাসপোর্ট’ বইটিতে মুক্তিযুদ্ধের গল্প, বঙ্গবন্ধুর গল্প, রয়েছে বিপ্লবী প্রীতিলতার গল্প, আছে ছোট্ট শিশুর স্বপ্ন পূরণের গল্প, আছে ফকরউদ্দীনের খেজুর গাছের গল্পসহ মোট ১০ টি গল্প।
বইটি সম্পর্কে শাম্মী তুলতুল বলেন, “প্রতিটি গল্পে একটি করে বার্তা রয়েছে। এতে পাঠক হাস্যরসের সাথে সাথে শিক্ষণীয় বিষয়ও পেতে পারেন। এবারের বইটিও পাঠকদের ভালোবাসা পাবে বলে আশা করি।”
মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা, বাল্যবিবাহের ওপর লিখিত উপন্যাস পদ্মবু, এইডসের ওপর লিখিত প্রেমের উপন্যাস মনজুয়াড়ি, ঐতিহাসিক উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল, শিশু-কিশোরদের জন্য ভূত যখন বিজ্ঞানী, ছোটোদের বই নানটুঁ ঝান্টূর বক্স রহস্য, গণিত মামার চামচ রহস্য, পিঁপড়ে ও হাতির যুদ্ধ, কচ্ছপ রাজার রাজপ্রাসাদ, টুনটুনির পাখিস্কুল বইগুলো দুই বাংলায় পাঠকপাঠকপ্রিয়তা অর্জন করেছে। এবছরই জলকথা পাণ্ডুলিপি পুরষ্কার ২০২১ বিজয়ী পাণ্ডুলিপি “তালরাজার তাল কাহিনী” গল্পগ্রন্থ আকারে প্রকাশের কথা রয়েছে।
শিশুসাহিত্যে অবদানের জন্য ইতোমধ্যে শাম্মী তুলতুল পেয়েছেন কবি নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, জলকথা পাণ্ডুলিপি পুরষ্কার ২০২১, আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সন্মাননা, রোটারিয়ান পুরস্কার, সোনার বাংলা সাহিত্য সম্মাননা। পাঠাগার আন্দোলন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশ বেতারের ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান গ্রন্থনা ও আবৃত্তিশিল্পী হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন।
চ্ট্রগ্রামের একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে জন্ম দুই বাংলার জনপ্রিয় লেখক শাম্মী তুলতুল-এর। দাবা খেলায় পারদর্শী তুলতুলের লেখালেখিতে পরিচয় ভারত-বাংলাদেশের গণ্ডি ছড়িয়ে পড়েছে এশিয়া ছাড়া ইউরোপেও।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।