চাঁদপুর মেঘনা নদী দেখতে এসে বজ্রপাতে একই পরিবারের ৪জনের মৃত্যু
প্রকাশিত : ০৫:২১ PM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ৩৮৬ বার পঠিত
চাঁদপুর শহরের মেঘনা নদীর মোহনা মোলহেডে বজ্রপাতে একই পরিবারের ৪জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার সময় ঝড়ো বৃষ্টির সময় হঠাৎ করেই মোলহেডে বজ্রপাতে একই পরিবারের ৪ সদস্য নিহত হয়।
নিহতরা হলো অহিদা বেগম (৬৫), তার মেয়ে রেহেনা বেগম ৩৫, রেহেনা বেগমের বড় ছেলে সাব্বির (১৪), মেয়ে সামিয়া (১০)।
নিহতদের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বলে জানাগেছে। চাঁদপুর মোলহেডে ঘুরতে এসেছিল তারা।
চাঁদপুর ২’শ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিবুল আহসান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর থানার ওসি নাসিমউদ্দিন জানান, নিহতরা কুমিল্লা চান্দিনা থেকে চাঁদপুরে ঘুরতে এসেছিল। বজ্রপাতে তারা আহত হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহতদের ঠিকানা সংগ্রহ করে তাদের পরিবারকে খবর দেয়ার চেষ্টা চলছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।