চন্দনাইশে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার
প্রকাশিত : ০৬:৪২ PM, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার ৩০২ বার পঠিত
চন্দনাইশ থানা পুলিশ উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এসময় ৮১ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দল ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালায়।
এসময় মো. রমজান(১৮) নামে এক যুবককে আটক করে। পুলিশ তার কাছ থেকে ৮১ পিস ইয়াবা উদ্ধার করে। ধৃত হাসান কক্সবাজার বাজার জেলার রামু থানার মরিচ্যা বাজারস্থ লালু ফজল আহম্মদের বাড়ির সুলতানের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই রাতে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে উপজেলার উত্তর হাশিমপুর এলাকার জাকির হোসেনের ছেলে সিআর পরোয়ানাভুক্ত আসামি খালেদ হোসেন খোকন (৩৩), পূর্ব ধোপাছড়ি এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৫), হাছনদন্ডি মাঝিরপাড়া এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে নন জিআর পরোয়ানাভুক্ত আসামি দেলোয়ার হোসেন (৪৫), একই এলাকার আলী হোসেনের ছেলে আবু সাদেক (২২)। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্ত্তী ৫ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামিদের আজ মঙ্গলবার আদালতে চালান দেয়া হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।