চট্টগ্রামে গৃহবধু খুন, স্বামী আটক
প্রকাশিত : ০১:৩১ PM, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার ১৪৯ বার পঠিত
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন নাজির পাড়ায় স্বামীর নির্যাতনে খুন হয়েছে শারমিন আক্তার সুমি (১৯) নামে এক গৃহবধূ।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোলায়মান হোসেন লিটনকে আটক করেছে পুলিশ। গত সোমবার (৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করার পর সুমির মৃত্যু হয় বলে জানায় তার পরিবার।
নিহত সুমির মা চেমন আরা বেগম জানান, সামাজিক ভাবে মাত্র দুই মাস আগে নোয়াখালীর উত্তর শুল্লিকা এলাকার কামাল উদ্দিনের ছেলে লিটনের সাথে সুমির বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫০ হাজার টাকা এবং ফার্নিচারসহ অন্যান্য মালামাল দেয়া হয়। কিন্তু বিয়ের পর থেকে সুমির উপর শারীরিক নির্যাতন শুরু করে লিটন। ২ মাসে ৩ বার তাকে (সুমিকে) মারধর ও নির্যাতন করে। এ নিয়ে বিচার শালিসও হয়েছে। সোমবার সন্ধ্যায় সুমির স্বামী লিটন শশুর বাড়ীতে ফোন করে জানায় সুমি অসুস্থ্য হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সুমির পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে দেখে সুমির লাশ পড়ে আছে।
সুমির মা অভিযোগ করেন, তার মেয়েকে নির্যাতন চালিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলা ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি আবুল কাসেম বলেন, পারিবারিক দাম্পত্য কলহের জেরে সারমিন নামে এক গুহবধু নির্যাতনের কারণে মারা গেছে। আমরা তার স্বামীকে আটক করেছি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শারমিনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।