চকরিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু
প্রকাশিত : ০৯:৪০ PM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১১৩ বার পঠিত
কক্সবাজারের চকরিয়ায় জাহেদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় তার পিতা নুরুচ্ছফি বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জাহেদ চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায়, জাহেদুল ইসলাম পেশায় একজন কৃষক, সে নিজের ক্ষেতে কাজ করে গত শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পর অজ্ঞান হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধায় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে চকরিয়া থানার এসআই প্রিয়লাল ঘোষ হাসপাতালে গিয়ে জাহেদুল ইসলামের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
এসআই প্রিয়লাল ঘোষ বলেন, নিহত যুবক জাহেদুল ইসলামের গলায় আঁচড়ের দাগ রয়েছে। তবে আত্মহত্যা না হত্যা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছেনা।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, নিহত যুবকের গলায় আঁচড়ের দাগ রয়েছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তার পিতাকে বাদী করে অজ্ঞাত আসামী দেখিয়ে একটি হত্যা মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা বলা যাবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।