চকরিয়ায় বজ্রপাতে কৃষক নিহত
প্রকাশিত : ০৯:০৬ PM, ৭ অক্টোবর ২০১৯ সোমবার ১২৬ বার পঠিত
কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে ছৈয়দ আহমদ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া নোয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দ আহমদ ওই এলাকার আবদুস সোবাহানের ছেলে।
প্রত্যক্ষদর্শী রিয়াদ সিকদার জানান, সোমবার বিকালে নিজ ক্ষেতে কাজ করছিলেন ছৈয়দ আহমদ। এসময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল বলেন, বজ্রপাতে নিহতের ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অববগত করানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।