গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে রায়পুরে এম্বুলেন্স হস্তান্তর
প্রকাশিত : 08:10 AM, 23 June 2022 Thursday 16 বার পঠিত
মোঃ জহির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে লক্ষ্মীপুর জেলার রায়পুরে একটি নতুন এম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৩ জুন) স্বপ্ন আমার গ্রাম,আমার শহর” প্রতিপাদ্য দিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু করা হয়। রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ নং ইউনিয়নের জনকল্যান বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এম্বুলেন্স হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে জানানো হয় আপাতত এম্বুলেন্সটি রায়পুর ১, ৯ ও ১০ নং ইউনিয়নের জনগনের জন্য উম্মুক্ত থাকবে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে সরকারের পক্ষ থেকে এম্বুলেন্স প্রদান করা হবে।
এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর ২ (রায়পুর) আসনের এমপি এডভোকেট নুরউদ্দীন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ আহম্মদ কবীর, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ, রায়পুর সহকারী কমিশনার(ভূমি) রাসেল ইকবাল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড মারুফ বিন জাকারিয়া প্রমুখ।আরো উপস্থিত ছিলেন,রায়পুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ,রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ,সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।