গৌরীপুর জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশিত : ০৮:৫২ PM, ২ নভেম্বর ২০১৯ শনিবার ২৩৯ বার পঠিত
আবদুল কাদির, গৌরীপুর (ময়মনসিংহ) :
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহ গৌরীপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ এমপি।
পরে তিনি র্যালিতে যোগদান করেন। র্যালি শেষে উপজেলা পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সহ সভাপতি ওবায়দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু,বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
পরে উপজেলা শ্রেষ্ঠ আট সমবায় সমিতি ও পাঁচজন শ্রেষ্ঠ সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।