গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশিত : ১০:৩২ AM, ১৯ জানুয়ারী ২০২১ মঙ্গলবার ৮১ বার পঠিত
মোরাদ শেখ,গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে শহরের মান্দারতলায় ট্রাকচাপায় দুই রিকশাআরোহী নিহত হয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের মান্দারতলায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মাছবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার ওপর উঠে পড়লে রিকশাআরোহী দুজন ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। ট্রাকটি মাছবোঝাই করে বাগেরহাটের বটতলা থেকে ঢাকায় যাচ্ছিল।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলি গ্রামের রিয়াজুল শেখ (১৭)।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।