গুলশানে অভিযান, অনৈতিক কাজের দায়ে নারীসহ আটক ১৯
প্রকাশিত : ০৭:৪৫ AM, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার ৫৪০ বার পঠিত
গুলশানের নাভানা টাওয়ারের ‘লাইফ স্টাইল হেলথ ক্লাব স্পা অ্যান্ড সেলুন’ নামক একটি স্পা সেন্টারে পুলিশের অভিযান চলছে। রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে এই অভিযান শুরু হয়। এই সময় স্পা এর আড়ালে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে ১৬ জন নারী ও ৩ জন পুরুষ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, ১৬ জন নারী ও ৩ জন পুরুষ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে স্পা এর আড়ালে অনৈতিক কাজ করা হত ধারণা করছি।
উল্লেখ্য, ঢাকায় ক্লাবভিত্তিক ক্যাসিনো বা জুয়ার আসর বন্ধের পর দেশজুড়ে শুরু হচ্ছে এই অভিযান। পুলিশ সদর দফতর থেকে সারাদেশে জুয়া আর জুয়াড়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ দেয়া হয়েছে।
মহানগর, জেলা ও উপজেলা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত জুয়ার গড ফাদার, জু য়া বোর্ড পরিচালনায় জড়িত এবং জুয়াড়িদের এলাকাভিত্তিক তালিকা তৈরিও শুরু হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।