গাজীপুরের পিরুজালী সরকার বাড়ী চৌরাস্তা থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ১ জন
Warning: Illegal string offset 'text' in /home/alikatog/public_html/wp-content/themes/smrlit/functions/reporters.php on line 774
প্রকাশিত : ০৫:১৩ PM, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার ৪৯৭ বার পঠিত
পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে, আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ২২/০৯/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন সাহেবের তত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ হাফিজ উদ্দিন এর নেতৃত্বে জয়দেবপুর থানাধীন পিরুজালী সরকার বাড়ী চৌরাস্তা(ন্যাংড়া মার্কেট) সাকিনে মির্জাপুরগামী পাঁকা রাস্তার মাথায় ২২.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১।
মোঃ সালাউদ্দিন @ বাবু (২৮), পিতা-আঃ সাত্তার @ ছোত্তু, সাং-পিরুজালী হাট খোলা, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করে। ১। মোঃ সালাউদ্দিন @ বাবু এর হেফাজত হইতে ১১৫(একশত পনের) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে এসআই (নিঃ)/মোঃ হাফিজ উদ্দিন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে জয়দেবপুর থানার মামলা নং-২৮, তারিখ-২৩/০৯/২০১৯ খ্রিঃ দায়ের করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।