গঙ্গাচড়ায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
প্রকাশিত : 07:41 AM, 20 September 2019 Friday 525 বার পঠিত
প্রবল বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। শংকরদহ গুচ্ছগ্রামে ভাঙন দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই হাজার পরিবার। তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত।
তিস্তায় পানি বৃদ্ধিতে তিস্তা ব্যারাজের ভাটি এলাকা উপজেলার নোহালী ইউনিয়নের নোহালী, চর নোহালী, বাগডোহরা, কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, উত্তর চিলাখাল, মটুকপুর, বিনবিনা, সাউদপাড়া, লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ, পূর্ব ইচলী, জয়রামওঝা, পশ্চিম ইচলী এলাকায় প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
সরেজমিনে বন্যাকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, চরের বাড়িগুলোর চারপাশে শুধু পানি আর পানি। হঠাত্ করে আসা পানিতে শংকরদহ এলাকায় একটি বাঁধের দেড়শ’ ফুট ভেঙে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি বৃদ্ধির কারণে শংকরদহ গুচ্ছগ্রামে ভাঙন দেখা দিয়েছে। গুচ্ছগ্রামের ৫ পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
কোলকোন্দ ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন রাজু জানান, শুধু তার ইউনিয়নেই ১ হাজার ৬শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, পানি বৃদ্ধির কারণে বাঁধ ভেঙে যাওয়ায় তিস্তার পানি নতুন চ্যানেলে প্রবাহিত হচ্ছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া বলেন, তিস্তার পানি বর্তমানে বিপত্সীমার ৭ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।