গংগাচড়ায় ৪৮ তম সমবায় দিবস পালিত
প্রকাশিত : ০৪:৪৬ PM, ২ নভেম্বর ২০১৯ শনিবার ১১৬ বার পঠিত
রংপুরের গংগাচড়ায় “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো ৪৮ তম সমবায় দিবস।
আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা মাঠ থেকে এক বর্নাঢ্য রেলি বের হয়ে গংগাচড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গংগাচড়া উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তসলিমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: রুহুল আমিন ভাইস চেয়ারম্যান মো: সাজু মিয়া মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রাবিয়া বেগম উপজেলা সমবায় অফিসার মো: আসাদুজ্জামান সহ আর ও অনেকে।
আলোচনা শেষে বিভিন্ন সমবায় সমিতির সভাপতির হাতে শুভেচ্ছা পুরুষ্কার হিসেবে ক্রেষ্ট উপহার তুলে দেওয়া হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।