ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কঠোর হচ্ছে বিসিবি
প্রকাশিত : ০৯:৩০ AM, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার ১২৮ বার পঠিত
জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন খোদ প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এ নিয়ে বিসিবি প্রধানের কাছে নালিশও দিয়েছেন তার শিষ্যদের নিয়ে। ফিটনেসে আর কোনো ছাড় দিতে রাজি নয় বিসিবি। তাই আসন্ন জাতীয় লিগ শুরু হওয়ার আগেই ফিটনেস নিয়ে তোড়জোড় শুরু করেছে বিসিবি। ক্রিকেটারদের সতর্ক করে দেওয়া হয়েছে, ফিটনেসে খারাপ করলে কোনো ছাড় নয়।
আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। লিগ শুরুর আগেই ক্রিকেটারদের উতরাতে হবে ফিটনেস পরীক্ষা। এ জন্য বিপ টেস্টে ১১ মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে। এর নিচে হলে ক্রিকেটারদের সময় দেওয়া হবে, ফিট হওয়ার জন্য। এখানে আর ছাড় দিতে রাজি নয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি।
ক্রিকেটারদের ফিটনেসে বাড়তি নজর দেওয়ার জন্য নির্বাচকদের দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘নির্বাচকদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এগুলো বিবেচনা করবে। আমাদের প্রাধান্যটা ফিটনেসের ওপর। যেহেতু আপনারা জানেন যে, ফিটনেস নিয়ে আলোচনা হচ্ছে। এটা প্লেয়ারদের পারফরম্যান্সে ভাইটাল রোল প্লে করছে। তাই এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি।’
আজ সোমবার বিকেলে মিরপুর শেরে বাংলায় নির্বাচক হাবিবুল বাশারের মুখেও একই সুর শোনা যায়। তিনি বলেন, ‘গতবার নয় ছিল, এবার ১১ করেছি। এটাই পরিবর্তন হয়েছে। আমার মনে হয় যারা পেশাদার ক্রিকেটার ওদের ফিটনেস ঠিক রাখা উচিত। আমি এখানে বয়সের কথা বলব না। তবে যারা নিয়মিত পারফরমার, তারা যদি পার না করতে পারে তাহলে আমরা দেখব। এখানে কোনো বেঞ্চমার্ক রাখব না। সর্বনিম্ন স্ট্যান্ডার্ড আপনাকে রাখতে হবে। এটা ১০.৫ হতে পারে, ১০ হতে পারে বা ৯ হতে পারে। এটা আমরা বলব না।’
কাল সকালে মিরপুরে ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। যারা উতরাতে পারবেন না তাদেরকে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাশার। তিনি বলেন, ‘পাশ না করতে পারলে সুযোগ দেওয়া হবে। ওই লক্ষ্যে পৌঁছে খেলা শুরু করতে হবে। আমরা বিবেচনা করব ঠিক আছে। কিন্তু একদম মিনিমাম না হলে হবে না।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।