কুুড়িগ্রামে ডিবির অভিযানে হিরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশিত : 01:22 AM, 19 May 2022 Thursday 49 বার পঠিত
মোঃবুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে হিরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ।
মঙ্গলবার ( ১৭ মে ) রাতে নাগেশ্বরী উপজেলার বানিয়াপাড়া (বসুটারী) গ্রাম থেকে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক এর দিকনির্দেশনা এসআই আমিনুল হক এর নের্তৃত্বে এসআই আলাউদ্দিন, এএসআই ছামসুল আলম, এএসআই মাহাবুব আলম, এএসআই আশরাফুল হক, কনেষ্টবল উজ্জ্বল মাহমুদ, দীপক কুমার ও আশরেফা আক্তার ফারহানা এ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ২৫ (পঁচিশ) গ্রাম হিরোইন সহ একজনকে গ্রেফতার করেন।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আফরোজা বেগম (৩৫) নাগেশ্বরী উপজেলার বানিয়াপাড়া (বসুটারী) গ্রামের লাভলু মিয়ার স্ত্রী।
এবং মাদক কারবারি সাথে জড়িত আরো একজন পালিয়ে যায়।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগেশ্বরী থানাধীন বানিয়াপাড়া (বসুটারী) গ্রাম হইতে মাদকদ্রব্য ২৫ গ্রাম হেরোইন সহ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।