কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার মন্দির পরিদর্শন করেছেন জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ
প্রকাশিত : ১২:৪৪ AM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১৩৬ বার পঠিত
কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার মন্দির পরিদর্শন করেছেন জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে, কুষ্টিয়ার মিরপুর, দৌলতপুর ও ভেড়ামার উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ। কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদ’র সভাপতি নরেন্দ্রনাথ সাহা এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাডঃ জয়দেব বিশ্বাস’র নেতৃত্বে ৫ অক্টোবর ২০১৯ তারিখ সকাল থেকে বিকেল পর্যন্ত নেতৃবৃন্দ মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদ’র সহ-সভাপতি ও মিরপুর উপজেলার সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদ’র সহ-সভাপতি দুলাল দেবনাথ, কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদ’র কোষাধ্যক্ষ নন্দ কিশোর বিশ্বাস, সহ-আইন সম্পাদক এ্যাডঃ শীলা বসু (এ.জি.পি), জেলা পূজা উদ্যাপন পরিষদ’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাডঃ জয়দেব বিশ্বাস’র সহ-ধর্মিনী শীলা বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদ’র নেতা তারাদাস ভৌমিক, গণেষ জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শক্তি সঞ্চয় পাল, সাধারণ সম্পাদক সুকেশ রঞ্জন পাল, কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদ’র প্রচার সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক সুজন কুমার কর্মকার, জেলা পূজা উদ্যাপন পরিষদ’র সদস্য মিহির সিংহ রায় প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ প্রথমে মিরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় মিরপুর উপজেলার পৌর এলাকার প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা থাকায় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এর পর নেতৃবৃন্দ দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। নেতৃবৃন্দ এ সময় বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং পরিদর্শন রেজ্রিস্টারে মন্তব্য প্রকাশ করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।