কালিহাতীতে চকলেটের প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ॥ ধর্ষক গ্রেফতার
প্রকাশিত : ০৫:২৭ PM, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ২৩৭ বার পঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে চকলেটের প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণীর (৯) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযুক্ত ধর্ষক শহিদুল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম একই গ্রামের মৃত ইন্নছ মন্ডলের ছেলে। শুক্রবার সকালে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, ওই ছাত্রী সন্ধ্যায় বাড়িতে খেলা করছিল। বাড়িতে কেউ না থাকায় সুযোগে এ সময় প্রতিবেশী শহিদুল ইসলাম তাকে ফুসলিয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, এ ঘটনায় অভিযুক্ত শহিদুল ইসলামকে রাতেই গ্রেফতার করা হয়েছে। পরে তাকে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত শহিদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ওই ছাত্রীর মা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।