কালিহাতীতে এইচবিবি করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
প্রকাশিত : ০২:০৫ PM, ৩ নভেম্বর ২০১৯ রবিবার ১২৬ বার পঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে “গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ” প্রকল্পের অধীন নির্মিতব্য রাস্তা সমূহের লটারি সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর)সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিনসহ বিভিন্ন শ্রেণীর ঠিকাদারবৃন্দ।
উল্লেখ্য, ২ কোটি ৭৪ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের মাধ্যমে উপজেলার পাইকড়া ইউনিয়নে তিনটি ও নাগবাড়ী ইউনিয়নে দুইটি মোট পাঁচটি মাটির রাস্তার কাজ সম্পন্ন হবে।
(B)
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।