কার্গো জাহাজের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামে এক জেলে নিখোঁজ।
প্রকাশিত : ০৭:৫৩ PM, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার ২১৯ বার পঠিত
লক্ষ্মীপুরের কমলনগরে কার্গো জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে আলমগীর হোসেন (৩০) নামে এক জেলে নিখোঁজ রয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা চর কালকিনি ইউনিয়নের নাসির গন্জ এলাকায় অদূরে মেঘনা নদীতে নৌকাডুবি তিনি নিখোঁজ হন। নিখোঁজ জেলে আলমগীর লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার এলাকার আবদুল মান্নানের ছেলে ।
দুর্ঘটনা কবলিত নৌকার মাঝি জামাল উদ্দিন জানান, সন্ধ্যা সাতটার দিকে দুই ছেলেকে নিয়ে তিনি মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকার করেছিলেন।ওই সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী কার্গো জাহাজ তাদের নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকা থেকে তারা লাফ দিয়ে পানিতে পড়ে তারা।
পরে স্থানীয় জেলেরা দেখে নদী থেকে তাদের ২ জেলেকে উদ্ধার করে। অপর দিকে আলমগীর নামে অন্য জেলে উল্টা দিকে লাফ দেয়।এবং এখন পর্যন্ত নিখোঁজ , তিনি আরো জানান নিখোঁজ আলমগীর সন্ধানে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মাইকিং করা হচ্ছে।১নং চর কালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার সাইফউল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।