কাতারে মরহুম সালাউদ্দিনে স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত : ০৩:৪৭ PM, ২৯ নভেম্বর ২০২০ রবিবার ৮৩ বার পঠিত
কাতারে রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবজি মার্কেট মিষ্টি মেলা রেস্টুরেন্টে স্মরণ সভা ও দোয়া করেছে দলটি।
সংগঠনের সভাপতি ফজল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি মোঃ আবু ছায়েদ। এতে প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাছের, কাতার বিএনপির সহসভাপতি ইসমাইল মনসুর,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার মিশু,বাবুল গাজী, মহিউদ্দিন কাজল,আইনুর কবির বাবু, মোঃ আলী, জাকারিয়া চৌধুরী, রাহেল মাহমুদ, লোকমান আকবর, মোঃ মামুন, সাইফুল সাহেদ, আনোয়ার তৌকির,সাফি, সাদ্দামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করে কাতার বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল গাজী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।