কাতারে এএফসি-১৬ চ্যাম্পিয়ন শিপের ভূটানকে হারিয়ে বাংলাদেশের জয়
প্রকাশিত : ০৩:৩৬ AM, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ৭০৭ বার পঠিত
কাতারে অনুষ্ঠেয় এএফসি-১৬ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ভূটানকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ দল।
প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলেও ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। শক্তিশালী কাতারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উৎসাহিত করেছে আজকের ম্যাচে। গত মাসে অনুর্ধ্ব-১৫ তে ভারতে এই ভূটানকে ৫-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের এই জয় প্রাপ্যই ছিল।
বাংলাদেশের পক্ষে ৪৫ মিনিটে প্রথম গোল করেন সাঈদ। দ্বিতীয়ার্ধের শুরুতে ভূটানের আত্মঘাতী গোলে ২-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। মঈনের গোলে ৩-০ তে লিড নিয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ দল।
আগামী রবিবার বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ইয়েমেন। ইয়েমেন গ্রুপ পর্বের ম্যাচে ভূটানের বিপক্ষে ১০-১ গোলের জয় তুলে নিয়েছে। বাংলাদেশের তরুণদের সুযোগ আছে সেরা খেলা দিয়েই জয় তুলে নেয়ার।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।