করোনার টিকা নিয়েছেন ব্রিটিশ রানি
প্রকাশিত : ০২:০৪ PM, ১০ জানুয়ারী ২০২১ রবিবার ৪০ বার পঠিত
ব্রিটিশ রানি এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ করোনাভাইরাসের টিকা নিয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। রানির বয়স ৯৪ বছর এবং ফিলিপের বয়স ৯৯; বয়সের কারণেই ব্রিটেনের করোনাভাইরাস টিকা দান কর্মসূচীর অগ্রাধিকার ক্যাটগরিতে পড়েছেন তারা।
শনিবার প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রানি ও ডিউক অব এডিনবরা আজ কোভিড-১৯ এর টিকা নিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স এক রাজকীয় কর্মকর্তার বরাতে জানিয়েছে, রানির উইন্ডসর ক্যাসেল বাসস্থানের একজন পারিবারিক চিকিৎসক টিকার ডোজ দুটি দিয়েছেন। জল্পনা-কল্পনা এড়াতে রানি এ খবর প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি।
করোনাভাইরাসের অতি সংক্রামক একটি নতুন ধরন ব্রিটেনজুড়ে ছড়িয়ে পড়েছে। এই মহামারি মোকাবেলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন এবং টিকা দান কর্মসূচী শুরু করেছেন। প্রৌঢ়, গুরুতর অসুস্থ ও জরুরি কাজে নিয়োজিত কর্মী, এমন প্রায় ১৫ লাখ লোককে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ সরকার। এই কার্যক্রম শেষ হলে চলমান কঠোর লকডাউন কিছুটা শিথিল করা হতে পারে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।