কবিতা : মায়ের চিঠি – সোহেল আহম্মেদ
প্রকাশিত : ১১:১১ AM, ২১ ফেব্রুয়ারী ২০২১ রবিবার ১৭ বার পঠিত
মায়ের চিঠি
সোহেল আহম্মেদ
খোকার কাছে মায়ের চিঠি, খোকা
মা কে দেখতে আসবি নারে বোকা?
সেই যে গেলি ছ’মাস হলো, একি!
তুই আমাকে ভুলেই গেলি দেখি।
জানিস খোকা? তোর সে প্রিয় গাভী
দিচ্ছে দধি এলেই খেতে পাবি।
বরই গাছে বরইগুলো পাকা
কে খাবে বল? আমার বাড়ি ফাঁকা।
ক’দিন ধরে দেখছি শুধু খুকি
পথের দিকে দিচ্ছে উঁকিঝুঁকি।
এবার নাকি দেবে ভীষণ আড়ি
বলছে শুধু আসুক দাদা বাড়ি।
সেই সময়ে শত্রু এসে তেড়ে
মায়ের ভাষা চাইল নিতে কেড়ে।
রাষ্ট্রভাষা বাংলা হবে বলে
মায়ের খোকা যায় মিছিলে চলে।
বুক ফুলিয়ে খোকা স্লোগান ধরে
একটা গুলি লাগে হঠাৎ করে।
ঠিক তখনি পড়লো কারো চোখে
রক্তে ভেজা চিঠি খোকার বুকে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।