কবিতা : তোমায় পাবার আশা – সাহেব মাহমুদ
প্রকাশিত : ১২:১০ AM, ২ জানুয়ারী ২০২১ শনিবার ৫৭ বার পঠিত
তোমায় পাবার আশা
সাহেব মাহমুদ
যায় যদি যায়, যাক না চলে আমার তুচ্ছ জানটা,
হবে না তো ঘাটতি কিছু তোমার প্রতি টানটা।
একই নদীর দু’টি কূল যে কয় না কেউ তো ভিন্ন,
দেহের মাঝে প্রতি খাঁজে পাই যে তোমার চিহ্ন।
তুমি আমার সুখ বসতি অমিয়ধারা
তেষ্টায়,
ভাগ করিতে পারবে না কেউ থাকুক শত চেষ্টায়।
দিনের আলোয় সূর্য আমার রাতের বেলা জোছনা,
প্রেমের খেলায় লুকোচুরি আমার কাছে দোষ না।
সাদা-কালো,আঁধার-আলো,চলার পথে ছন্দ,
দোষ যদি দাও দোষি হব করবো না তো দ্বন্দ্ব।
যেমন খুশি শাসন-শোষন করবে আমার মনকে,
অগ্নিবাণে জ্বালতে পারো হাজার সবুজ বনকে।
প্রেমের মরা দূর হবে না যতই তাড়াও ঝাটাতে,
ফুলের চেয়ে মজা বেশি পাই যে আমি কাঁটাতে।
তোমার এমন রূপ মহিমা যায় না বলা ভাষাতে,
ক্ষুদ্র আমি তবু আছি তোমায় পাবার আশাতে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।