কবিতা : ইচ্ছের সুখ – মোঃ শহিদুল ইসলাম
প্রকাশিত : ০৮:০২ PM, ১৭ জানুয়ারী ২০২১ রবিবার ৬৭ বার পঠিত
ইচ্ছের সুখ
মোঃ শহিদুল ইসলাম
মত্ত হয়েছি আমি তোমার প্রেমে;
স্মৃতিগুলো বাঁধা আছে অনুভবের ফ্রেমে।
তুমি নেই আজ আমার কাছে;
সেই কারণে মনটা নিজের দুখে পড়ে আছে!
আকাশের বুকে তুমিও দেখ চাঁদ তারা।
আমার জীবনে আজ শুধু বহে দুখের ধারা।
কোমল তুলিতে রেখেছি তোমায় বুকের পাঁজর ঘিরে,
দূরে বসে ডাকি আমি প্রেমের করুন সুরে,
এসো তুমি আবার আমার কাননে ফিরে।
দুজন মিলে হারিয়ে যাই চলো স্বর্গ সুখের ঘরে,
মিলন মাঝে ইচ্ছের সুখ তোমার আমার তরে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।