কটিয়াদীতে তরুণ আইনজীবী এডভোকেট শাহানশাহ্ মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন
প্রকাশিত : ০৬:২৬ PM, ৫ অক্টোবর ২০১৯ শনিবার ৩৭৫ বার পঠিত
নিরাপদ সড়ক এবং সড়ক দূর্ঘটনায় নিহত তরুণ আইনজীবী এডভোকেট শাহানশাহ্ মৃত্যুর বিচারের দাবীতে কটিয়াদীরের মধ্যপাড়া বাসস্ট্যান্ডে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহঃ তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি, আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, রফিকুল ইসলাম মাষ্টার, কটিয়াদী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, কটিয়াদী উপজেলা মাদক বিরুধী সংগঠনের সভাপতি আনোয়ার পারভেজ রণি, জেলা মাদক বিরুধী সংগঠনের সদস্য দিদার, স্বপ্ন সামাজিক সংগঠনের সভাপতি সাইদুর রহমান, সদস্য কামাল উদ্দিন মাষ্টার, সাংস্কৃতিক ব্যাক্তি সাইদ উজ্জ্বল সহ প্রমুখ । বক্তারা কটিয়াদী গত কয়েকদিনে কটিয়াদি থেকে পুলেরঘাট পর্যন্ত উল্লেখযোগ্য হারে সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। রাস্তাটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করার দাবী জানিয়ে, চার লেনে উন্নিত করণের জন্য দাবী জানান। পাশাপাশি এডভোকেট শাহানশাহ্ মৃত্যুর জন্য দায়ী ঘাতক বাস চালকের দৃষ্টান্ত মূলক শাস্তি চান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।