ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নকশা প্রকাশ
প্রকাশিত : ০৬:৩৯ AM, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ২৯৪ বার পঠিত
প্রকাশ পেল নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাসের নকশা। চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি উন্মোচনের আগেই ওয়ানপ্লাস সাতটি’র নকশা দেখিয়েছে।
এদিকে, আগামী ২৬ সেপ্টেম্বর উন্মোচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে স্মার্টফোনটির নির্মাতা প্রতিষ্ঠান।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধান পিট লাউ নিজেই ওয়ানপ্লাস ফোরামে নতুন ডিভাইসটির ছবি পোস্ট করেছেন। এর আগে ফাঁস হওয়া ছবিতেও দেখা গেছে একই নকশা।
জানা যায়, নতুন এই ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫প্লাস প্রসেসরের সঙ্গে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত পর্দা থাকবে। এছাড়া পেছনের তিনটি ক্যামেরার মধ্যে একটি ১৬ মেগাপিক্সেল ১৭ মিলিমিটার আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেল ২৬ মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং অন্যটি ২এক্স জুমসহ ১২ মেগাপিক্সেল ৫১ মিলিমিটার টেলিফটো লেন্স।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।