ওসমানী হাসপাতালে নবজাতক রেখে পালিয়ে গেলেন পিতা
প্রকাশিত : ১১:২২ AM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১২৩ বার পঠিত
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ আনার কথা বলে নবজাতক সন্তানকে রেখে উধাও হয়ে গেছেন তার বাবা। ভর্তি করানোর দুই দিন হয়ে গেলেও এখন পর্যন্ত নবজাতকের কোন অভিভাবকের খোঁজ মিলেনি।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জেদান আল মুসা বলেন, বুধবার (৩ অক্টোবর) রাত ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ওই নবজাতককে ভর্তি করানো হয়। যার নাম সূর্বনা, বয়স- ৫ দিন। নবজাগতকের পিতা নগরীর তাঁতীপাড়া এলাকার আনোয়ার আলী, ওষুধ আনার কথা বলে আর ফিরেননি। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।