ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দু,জনসহ তিন বাংলাদেশি নিহত
Warning: Illegal string offset 'text' in /home/alikatog/public_html/wp-content/themes/smrlit/functions/reporters.php on line 774
প্রকাশিত : ০৭:১৯ PM, ৫ অক্টোবর ২০১৯ শনিবার ৮০৯ বার পঠিত
ওমান মাছিরা নামক দ্বীপ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দু,জনসহ তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
গতকাল (৪অক্টোবর) শুক্রবার ওমান উপকূলীয় মাছিরা দ্বীপ থেকে ফেরার পথে রোড এক্সিডেন্টে নিহিত হয়, নিহিতরা হলেন বি-বাড়িয়ার নবীনগরে আঁকবার হোসেন (৩৫), জাহাঙ্গীর (২৮),এবং অপরজনের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় শাহ আলম (২৭)। এদের মধ্যে দুইজন একই পরিবারের। বাকি আহত চারজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, আহত চারজন বর্তমানে ওমানের সুর হাসপালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ঘটনাস্থল থেকে ইব্রাহীম খলিল ও রুবেল নামক দুই প্রবাসী আমাদের জানিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।